Header Ads

How to prepare for Viva Bangla Tutorial

“ড্রেস কোড, গেট আপ
এন্ড কমন ম্যানার্স”
(অন্যান্য সরকারী প্রতিষ্ঠান এর জন্যও
দেখতে পারেন) ==============================
===================
ভাইভা মানে আপনি নিজেকে সেল
করতে যাচ্ছেন, এজন্য যেভাবে
নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়
তা করবেন, এটা প্রত্যেকের বডি শেইপ
ও টাইপ অনুযায়ী আলাদা আলাদা
কৌশল হতে পারে। আপনাকে যে ড্রেস
পড়লে কর্মকর্তা কর্মকর্তা লাগে সেটা
পড়বেন, তবে তা অবশ্যই মার্জিত হতে
হবে।
.
# ছেলেরাঃ
১) হালকা রঙয়ের যে কোন ফুল হাতা
শার্ট পড়তে পারেন, তবে সাদা হলে
ভালো হয়। শার্টের নীচে ঘাম
প্রতিরোধ ও গায়ের শেইপ না যেন
দেখা যায় সেজন্য হাফ বা ফুল হাতা
গেঞ্জি পড়ে নিতে পারেন (দাদা
গেঞ্জি )।
২) প্যান্ট গাড় যে কোন রঙ হতে পারে,
তবে কালো ভালো হবে। বেল্ট
কালো নরমাল হতে হবে,লেদার হলে
ভালো, বকলেইস না হয়ে আগের ওল্ড
স্টাইল এর কাটা থাকলে ভালো।
৩) মোজা অবশ্যই কালো এবং লং হতে
হবে, ভুলেও প্রাইভেট জব স্টাইলের শর্ট
শকস পড়বেন না। ভালো ব্রান্ডের হলে
গন্ধ হওয়ার কোন ঝামেলা পোহাতে
হবেনা। মোজা ব্যবহারের আগে
তাতে কিছু টা ট্যালকম পাঊডার
দিয়ে নেবেন ঘাম এবং গন্ধ
প্রতিরোধের জন্য।
৪) কালো রঙয়ের সু পড়বেন। বাটা এর
ফিতা সু যেটা পিএটিসি তে
ট্রেনিং এর সময় দেয়া হয়, সেটা হলে
ভালো হয়। সু এর সোল রাবারের হওয়া
বাঞ্ছনীয়, তাহলে ঠক ঠক শব্দ হবে না।
৫) টাই পড়ার বাধ্যবাধকতা নাই। পড়লে
মেরুন অথবা নেভি ব্লু পড়বেন। সরকারী
রুলস অক্টোবর থেকে মার্চ শীতকালীন
ধরে স্যুট ব্যবহার করতে বলা হয়। অন্যসময়
বাদ। তবে যাদের স্যুট পড়লে একটা
গর্জিয়াস লুক আসে (সারা বছর আমার
স্যুট লাগে ) তাঁরা স্যুট পড়তে
পারেন।
৬) ভাইভা দেয়ার দুই সপ্তাহ আগে চুল
কাটাবেন, যেন ভাইভা আসতে আসতে
চুল মাঝারি শেইপ এ আসে। ভাইভা
আগের রাতে সেইভ করবেন, ভুলেও
ভাইভার দিন সকালে করবেন না,
দেখতে বাজে লাগবে।
.
# মেয়েদের_জন্যঃ
এটা সিনিয়র আপুদের কাছ থেকে
জেনে নেবেন ডিটেইলস। তবে কিছু
বিষয়ে আলোকপাত করছি-
১) হালকা রঙয়ের সুতি শাড়ি পড়বেন।
ব্লাউজের কলার গলা থাকবে, হাতা
কোয়ার্টার বা লং হতে হবে। (ঘটি
হাতা গ্রহনযোগ্য নয় )
২) হালকা প্রসাধন থাকতে পারে,
অলংকার থাকলে একদম নরমাল।
৩) সেন্ডেল অবশ্যই পাতলা হবে, হাটার
সময় যেন শব্দ না হয় সেটা খেয়াল
রাখবেন অবশ্যই।
.
# ম্যানার্সঃ
ঢুকার আগে এক গ্লাস পানি খেয়ে
জোরে নিশ্বাস নিবেন, এতে
নার্ভাসনেস কেটে যাবে। এরপর-
১) অনুমতি নিয়ে প্রবেশ করবেন, নিকটতম
দূরত্বে গিয়ে সালাম বা আদাব
দিবেন।
২) বসতে না বলা পর্যন্ত বসবেন না।
অনেকক্ষণ হয়ে গেলে বা বসতে বলার
আগেই প্রশ্ন
শুরু করলে “আমি কি বসতে পারি স্যার”
বলে অনুমতি নিয়ে নেবেন, এরপর অবশ্যই
ধন্যবাদ জ্ঞাপন করবেন।
৩) চেয়ারে হাতল থাকলেও হাতলে
হাত রাখবেন না। পা নাচানো, বা
হাতের মুদ্রাদোষ থাকলেও নিজেকে
নিয়ন্ত্রন করবেন। সব চেয়ে ভাল হয় দুই
হাতের আঙুলগুলো ক্রস করে, উরুর উপর
হাত রাখা।
৪) এক জনের উত্তর দেয়ার সময় অপরজন প্রশ্ন
করে বসলে, “আমি কি স্যারের উত্তর
শেষ করে আপনার উত্তর দিতে পারি?”
বলে অনুমতি নিয়ে নেবেন।
৫) চলে আসার সময় অবশ্যই ধন্যবাদ দিয়ে
আসবেন। চেয়ার থেকে উঠে দুই তিন
স্টেপ পিছিয়ে টার্ন নিবেন। পৃষ্ঠ
প্রদর্শন করবেন না। বের হওয়ার সময় দরজা
ঠাস করে বন্ধ করবেন না, ওই সময় টাতেই
কিন্তু আপনার মার্কস লেখা হচ্ছে
---------------------------------------------
------------------------
আচরনবিধি গুলো অন্যদের কাছে অত্যন্ত
নগন্য মনে হলেও, একজন ভাইভা প্রার্থীই
কেবল জানেন প্রতিটি পদক্ষেপ কত
গুরুত্বপূর্ণ যার উপর প্রত্যেকের গত তিন
বছরের প্রিলি+রিটেন এর শ্রম
অনেকটাই নির্ভর করছে। সকলের জন্য
শুভকামনা 

No comments

Theme images by Michael Elkan. Powered by Blogger.